Friday , May 9 2025

ফরিদপুরের সদর উপজেলায় কৃষি রুপান্তরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর জেলার সদর উপজেলায় কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (০৮ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার কৃষি অফিসার, মো. আনোয়ার হোসেনর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ এখন খাদ্যে সস্বয়ংসম্পূর্ণ্, এখন খাদ্যের অভাব নেই, এখন দরকার আমাদের নিরাপদ খাদ্য এবং কৃষিকে বাণিজ্যিকীকরণ করা। পার্ট্নার প্রকল্প দশটি ডিএলআই নিয়ে কাজ করছে এর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে বাণিজ্যিকীকরণে রুপান্তিত করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; পার্টনার প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার, হাফিস হাসান।

কংগ্রেসে অংশগ্রহণ করেন পার্টনার প্রকল্পের আওতাভুক্ত ৩৫টি ফিল্ড স্কুলের ৩৫ জন সদস্য, স্থানীয় আরও ৩৫ জন কৃষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ১০০ জন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংক্ষণর্ কর্ম্কর্তা, আ. রব বেপারি। পুরো আয়োজনজুড়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়, নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা এবং প্রশ্নউত্তর পর্ব্ অনুষ্ঠিত হয়।

This post has already been read 129 times!

Check Also

সালথায় কৃষি রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : ফরিদপুর জেলার সালথা উপজেলায় কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সংগঠিত …