Friday , May 9 2025

হ্যাচারী শিল্পের উন্নয়নে বিওআরআই-এর ভূমিকা নিয়ে কক্সবাজারে কর্মশালা

কক্সবাজার সংবাদদাতা: বাংলাদেশের হ্যাচারী শিল্পের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালা “হ্যাচারী শিল্পের উন্নয়নে বিওআরআই-এর সহযোগিতা বিষয়ক কর্মশালা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯টায় কক্সবাজারে বিওআরআই প্রাঙ্গণে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মো. মিনারুল হক (এইচ), ওএসপি, বিসিজিএম, পিএসসি, বিএন। তিনি বলেন, “সমুদ্রসম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। হ্যাচারী শিল্পের আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে পৌঁছে দিতে বিওআরআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের চিংড়ি ও মৎস্য রপ্তানি আরও বাড়াতে হ্যাচারী শিল্পকে বৈজ্ঞানিক সহায়তায় শক্তিশালী করা জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে হ্যাচারী খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিওআরআই-এর বায়োলজিক্যাল ওশানোগ্রাফি ডিভিশনের বিভাগীয় প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার জনাব আবু সাঈদ মুহাম্মদ শরীফ। তিনি বলেন, “সঠিক তথ্য, গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা ছাড়া এ খাত এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিওআরআই এই শিল্পে সক্রিয় অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কর্মশালায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন হ্যাচারির মালিক, ব্যবস্থাপক, কনসালটেন্ট, টেকনিশিয়ান ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা, গবেষক এবং বিওআরআই-এর বিজ্ঞানীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় হ্যাচারী ব্যবস্থাপনা, ব্রুডস্টক উন্নয়ন, জলজ প্রাণীর স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রয়োগ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বিওআরআই-এর গবেষণা কার্যক্রম ও সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে অবগত হন এবং খাতভিত্তিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা বিওআরআই-এর সহযোগিতা ও ভূমিকার প্রশংসা করেন।

This post has already been read 69 times!

Check Also

হাওরে ইজারা বন্ধ করতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রকৃত মৎস্যচাষীদের স্বার্থে হাওরে ইজারা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …