Friday , May 9 2025

সালথায় কৃষি রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : ফরিদপুর জেলার সালথা উপজেলায় কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় সালথা উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলার কৃষি অফিসার সুদর্শন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, খাদ্য উৎপাদনের পাশাপাশি আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব। কীটনাশকের বোতলে সবুজ সংকেত থাকলে জমিতে স্প্রে করার সাত দিন পর এবং হলুদ সংকেত থাকলে চৌদ্দ দিন পর ফসল সংগ্রহ করলে তা নিরাপদ থাকে। কিন্তু আমরা এ নিয়ম মানি না। এই নিয়ম যথাযথভাবে অনুসরণ করলে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারব।

তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারলে তা দেশেই শুধু নয়, বিদেশেও রপ্তানি করে কৃষকরা লাভবান হতে পারবেন।

তিনি আরও বলেন, কৃষকদের সংগঠিত করতে পারলে সমলয় পদ্ধতিতে চাষাবাদ, কৃষিতে যান্ত্রিকীকরণ এবং আয়বর্ধক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে এ ধরনের সংগঠন গঠন সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক মো. রকিবুল ইসলাম এবং সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান।

কংগ্রেসে অংশগ্রহণ করেন পার্টনার প্রকল্পের আওতাভুক্ত ২০টি ফিল্ড স্কুলের ৪০ জন সদস্য, স্থানীয় আরও ৩০ জন কৃষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ১০০ জন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। পুরো আয়োজনজুড়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়, নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা এবং কৃষি ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সমাপ্তি পর্বে অংশগ্রহণকারীদের মাঝে কর্মোদ্যোগ ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে কৃষি খাতে স্থায়ী উন্নয়ন ও রূপান্তরের আশাবাদ জাগায়।

This post has already been read 177 times!

Check Also

সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের পুরষ্কার প্রদান

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র আয়োজনে সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের …