Thursday , May 1 2025

বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরোর জাত- মহাপরিচালক, বিনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরো ধানের জাত। এর গাছ খাটো তাই ঝড়-বাতাসে সহজে হেলে পড়ে না। ডিগ পাতা খাড়া এবং পরিপক্ক অবস্থায় গাছ সবুজ থাকে। এর জীবনকাল কম। ১৪০ থেকে ১৫০ দিন। হেক্টরপ্রতি ফলন প্রায় ৭.৫ টন। তাই বোরো মৌসুমে এই জাতের ধান চাষ করলে বরিশাল অঞ্চলের শস্যনিবিড়তা বাড়বে। ফলে কৃষকরা হবেন লাভবান। ২৭ এপ্রিল বরিশালের বাবুগঞ্জে বিনাধান-২৪ ’র মাঠ দিবসে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এসসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, কৃষক গোলাম কবীর প্রমুখ। মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 1049 times!

Check Also

ফরিদপুরে এআইসিসি আওতাভুক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: রাজস্ব খাতের আওতায় কৃষি তথ্য সার্ভিস, বরিশালের আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল …