Thursday , May 1 2025

বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক মো. ইকবাল হোসেন, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন, বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন, বেতাগীর উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, আমতলীর উপজেলা কৃষি অফিসার মো. ইছা, তালতলীর উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, বামনার উপজেলা কৃষি অফিসার  ফরজানা তাসমিন প্রমুখ।

সভায় সভাপতি বলেন, ফসল আবাদে বীজ, সার, সেচসহ কৃষি প্রযুক্তির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। আর তা মাঠে প্রয়োগের মাধ্যমেই ফসলের উৎপাদনশীলতা বাড়বে আশানুরূপ। এতে কৃষকরা লাভবান হবেন। কৃষিতে দেশ হবে আরো সমৃদ্ধ। অনুষ্ঠানে জেলা-উপজেলার ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভা শেষে ডিএইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফার্টিলাইজার অ্যাসোসিয়েসনের পক্ষ হতে আলাদা আলাদাভাবে সম্মাননা স্মারক নবাগত উপপরিচালকের হাতে তুলে দেন। উল্লেখ্য, তিনি ২০ এপ্রিল তার কর্মস্থলে যোগদান করেন। বরিশালের গৌরনদী উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ২৫তম বিসিএসের একজন সদস্য। ২০০৬ খিস্টাব্দের ২১ আগস্টে বেতাগী উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে তার চাকরিজীবন শুরু।

This post has already been read 173 times!

Check Also

বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরোর জাত- মহাপরিচালক, বিনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরো ধানের জাত। এর গাছ খাটো তাই ঝড়-বাতাসে …