Wednesday , September 3 2025

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা।

রবিবার (৯ মার্চ ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে উপপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে নবনিযুক্ত উপপরিচালক তার কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় মো. জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, পাবনা কৃষিতে সমৃদ্ধ একটি জেলা এবং এই সমৃদ্ধিকে আরও এগিয়ে নিতে তিনি একযোগে কাজ করতে চান। এজন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের দলগত কার্যক্রম ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পাবনায় যোগদানের আগে তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This post has already been read 3636 times!

Check Also

পদ্মা ফিডে যোগ দিলেন মৎস্যবিদ শাহীনুর আলম

নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতনামা মৎস্য ও পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান পদ্মা ফিড এন্ড চিকস্ লি.-এ …