Thursday , May 1 2025

বাকৃবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘আইপিআর’ নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজনে ময়মনসিংহ ও  সিলেট বিভাগের অন্তর্ভুক্ত ১০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে  ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ নিশ্চিতকরণ সংক্রান্ত ৫ম ব্যাচের  কর্মশালাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

কৃষি অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক এবং অনলাইনে সংযুক্ত ড. মোঃ ফখরুল ইসলাম, সচিব ইউজিসি।এছাড়াও ইউজিসির অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান এবং  রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান। ইউজিসি পরিচালক ড. দূর্গা রানী সরকারের (অনলাইনে সংযুক্ত) সভাপতিত্বে এবং ইউজিসির উপ-পরিচালক(স্ট্র‍্যাটেজিক প্লানিং) প্রকৌশলী মোহাম্মদ মনিরউল্লাহ’র সঞ্চালনায় অনলাইনে  স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. মোঃ ফখরুল ইসলাম। প্রকৌশলী মোহাম্মদ মনিরউল্লাহ আইপিআর বিষয়ে সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন।

এসময় বক্তব্য রাখেন বাকৃবি আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এম. আসাদুজ্জামান সরকারসহ অতিথিবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সকলকেই আইপিআর বিষয়ে অধিক সচেতন হওয়ার আহবান জানান। তিনি মেধাস্বত্ত্ব সংরক্ষণে গবেষকদের ইউজিসি থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষকবৃন্দকে তাদের নিজ নিজ পেশাগত দক্ষতা উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে এবং সর্বোপরি  তাদের মৌলিক গবেষণার নিরাপত্তার স্বার্থে মেধাস্বত্ত্ব সংরক্ষণের পরামর্শ দেন।

উল্লেখ্য, ইউজিসির অর্থায়নে উক্ত কর্মশালায় বাংলাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ২৭জন শিক্ষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3738 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …