Thursday , August 28 2025

বগুড়ায় রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদদাতা: বগুড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. বেলাল উদ্দিন, পরিচালক, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

প্রধান অতিথির বক্তব্যকালে পরিচালক বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি ও টেকসই করতে প্রযুক্তির বিকল্প নেই। একমাত্র আধুনিক প্রযুক্তি বিস্তারের মাধ্যমেই ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও শস্যের বহুমূখীকরণ করা সম্ভব। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষকদের মাঝে নতুন নতুন যুগোপযোগী প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে। ফলে প্রকল্প এলাকায় উচ্চ মূল্যের নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে। আয় বৃদ্ধির মাধ্যমে কৃষকরা হচ্ছেন সাবলম্বী। তিনি আরো বলেন,  আধুনিক প্রযুক্তি সকল পর্যায়ে বিস্তারে প্রশিক্ষিত জনবল গঠন করতে হবে। এতে আয় বর্ধনমূলক কর্মকান্ড ও দক্ষতা বৃদ্ধি পাবে। প্রযুক্তি হস্তান্তরে কৃষি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরসমূহের সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জয়পুরহাট; কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, বার্ষিক তদারক ও পর্যালোচনা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এস এম হাসানুজ্জামান। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও কর্মপরিকল্পনা নিয়ে অঞ্চলের জেলাসমূহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের জেলা ও উপজেলা’র অফিসারবৃন্দ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সী, এআইএস, বিএডিসি, এসআরডিআই, বারি, ব্রি, বিনা, গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্পের কর্মকর্তাসহ ১০০ জন উপস্থিত ছিলেন।

This post has already been read 4065 times!

Check Also

ধামরাই উপজেলায় সাপ্তাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে …