Thursday , September 18 2025

বাকৃবির গবেষণায় যুক্ত হবে শিক্ষার্থীরা, বরাদ্দ বাড়ানোর দাবি

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে এবার যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউজিসির আওতায় থাকা ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ৪৪টি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩টি গবেষণা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পে মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ দেওয়া হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

 সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, বর্তমানে বাকৃবিতে প্রকল্পভিত্তিক গবেষণায় মোট ১ কোটি ৩১ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয়। গবেষণা প্রকল্পের জন্য বাজেট বাড়ানো গেলে আরও বেশি শিক্ষার্থী এসব প্রকল্পে যুক্ত হতে পারবে। ফলে এসব গবেষণার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণার ভূমিকা অপরিসীম।

গবেষণা বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি। এতে গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক কৃষিখাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।

This post has already been read 5958 times!

Check Also

শুধু খাদ্যের উৎপাদন বৃদ্ধি নয়, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে হবে – সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, খাদ্য …