Wednesday , September 17 2025

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের বিএআরআই পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার ১১৬তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি) এর প্রশিক্ষণার্থীর দল আজ (সোমবার) ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। উক্ত দলে ৩৮ জন প্রশিক্ষণার্থী (যুগ্ম সচিব ৩৪ জন, কর্নেল ০১ জন, ক্যাপ্টেন ০১ জন, গ্রুপ ক্যাপ্টেন ০১ জন, ডিআইজি ০১ জন) এবং ০৪ জন কোর্স সদস্য বিএআরআই পরিদর্শন করেন।

দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি সেমিনার রুমে অনুষ্ঠিত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। অনুষ্ঠানে ইনস্টিটিউটের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বক্তব্য রাখেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

This post has already been read 4116 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …