Friday , September 19 2025

বরিশালে আবদুর রব সেরনিয়াবাদ কলেজে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আবদুর রব সেরনিয়াবাদ সরকারি কলেজে  কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (৭ জানুয়ারি) দুপুরে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুনাহার মুন্নি এবং কৃষি বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক সন্যামত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক উত্তম কুমার বড়াল , কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তালহা মো. বিধান, ইসমাত জাহান অথৈ প্রমুখ। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৭ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন- সুমাইয়া আক্তার বিথী, মো. রিফাত ইসলাম, আয়শা আক্তার বৃষ্টি, অজিত সরকার, ফারহানুর, ইসমত জাহান অথৈ এবং তালহা মো. বিধান।

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …