Thursday , May 1 2025

কলাপাড়ায় দেশি পাটশাকের জাত উদ্ভাবন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালীর কলাপাড়ায় দেশি পাটশাকের  জাত উদ্ভাবনের লক্ষ্যে প্রগতিশীল কৃষকের অংশগ্রহণে বীজ উৎপাদন কৌশল বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) উপজেলার আমিরাবাদে পটুয়াখালীর পাট গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন বিজেআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম শাহাদাৎ হোসেন, খামার ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লুুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং রসায়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামিনা জাফরিন,। সভাপতিত্ব করেন প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তাফা।

বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাক্কীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট গবেষণা উপকেন্দ্রের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আফলাতুন কবির হিমেল, প্রদর্শনীচাষি মো. শহিদুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, পাটশাক পুষ্টিসমৃদ্ধ খাবার।  মানুষের শারীরিক বিকাশের  জন্য অতুলনীয়। ভেষজগুণে ভরপুর এই শাক খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরো আছে নানান গুণ। এ জন্য বাজারে এর চাহিদা বেশ। তাই পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাটশাক আবাদ করা চাই। তাহলে দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের সহায়ক হবে।

This post has already been read 7963 times!

Check Also

বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরোর জাত- মহাপরিচালক, বিনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪ দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বোরো ধানের জাত। এর গাছ খাটো তাই ঝড়-বাতাসে …