Monday , September 1 2025

বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত পরিচিতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বাবুগঞ্জের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. ইকরাম-উল-হক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান এবং বরিশালের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না। প্রশিক্ষণে বরিশাল সদর, উজিরপুরের ও বাবুগঞ্জ ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, ধান আমাদের প্রধান খাদ্যশস্য। তাই অন্যান্য ফসলের তুলনায় এর লাভ কিছুটা কম হলেও নিজেদের প্রয়োজনে ধানের আবাদ অব্যাহত রাখতে হবে। দক্ষিণাঞ্চলে আমনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমন সুযোগকে কাজে লাগিয়ে এখানকার অধিকাংশ জমি আমনের আওতায় আনতে পারলে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হবে।

This post has already been read 57134 times!

Check Also

WVPA-BB Organizes Landmark 3-Minute Thesis Competition in Dhaka

First-ever academic showcase of its kind in Bangladesh’s livestock sector receives overwhelming response from youth …