Thursday , May 22 2025

ব্রিতে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন

বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন করছেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

গাজীপুর সংবাদদাতা: জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর খামার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই ) ব্রির প্রশাসনিক ভবনের সামনে গোলাপ বাগানের পাশে বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম। উপস্থিত ছিলেন ব্রির সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও ব্রিতে সকল ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামার ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম এবং উপস্থাপনা করেন খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজাউল মনির।

This post has already been read 10361 times!

Check Also

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইতিবাচক কাজ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ …