Wednesday , April 30 2025

ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার (২০ জুন) উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরুন্নেছা পাপড়ি প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার জানান, এই কর্মসূচি আওতায় উপজেলায় ৮ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামুল্যে ৫ কেজি হারে উচ্চফলনশীল আমনের বীজ বিতরণ করা হবে। এছাড়া তাদের প্রত্যেককে ১০কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।

This post has already been read 2599 times!

Check Also

ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর …