Sunday , August 3 2025

বারি’তে “তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল” শীর্ষক প্রশিক্ষণ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর তৈলবীজ গবেষণা কেন্দ্র, গাজীপুর এর আয়োজনে আজ (বৃহস্পতিবার, ১৫ জুন) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারী এর অংশগ্রহণে “তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল” শীর্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বারি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম।

This post has already been read 3279 times!

Check Also

বরিশালের জন্য উপযোগী বিনার জাত নিয়ে কর্মশালা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, ঝালকাঠি ও বরগুনার জন্য উপযোগী বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ এবং …