Thursday , August 28 2025

ফরিদপুরে ডিএইর রাজস্ব প্রকল্পের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ফরিদপুরে চলতি বছরে ডিএইর রাজস্ব প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং ফসলের জাতভিত্তিক কর্মপরিকল্পনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই সদরদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক স্বপন কুমার খাঁ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের  অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, কৃষিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। এজন্য আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো দরকার। সেইসাথে প্রয়োজন পুষ্টি নিরাপত্তায় কাজ করা।

কর্মশালায় জেলা এবং উপজেলার পক্ষ হতে রাজস্ব প্রকল্পের বিভিন্ন কার্যক্রম স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন করা। এতে কৃষি মন্ত্রণালয়ের আওতায়ধীন বিভিন্ন দপ্তরের ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3349 times!

Check Also

সিরাজগঞ্জে উন্নত আউশ ধানের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত …