Saturday , August 30 2025

ঝিকরগাছায় সবজিতে স্বস্তি, কৃষকের মাথায় হাত!

মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: শীতের শুরুতে সবজির বাজার চড়া থাকলেও গত কয়েকদিনের ব্যবধানে তা কমে গেছে কয়েকগুণ। সোমবার বিকালে ঝিকরগাছা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ৬-৮ টাকা, কাঁচা ঝাল ২০-৩০ টাকা, পাতাকপি ১০-১২ টাকা, পুরোনো আলু ১৪-১৫ টাকা, নতুন আলু ২৩-২৫ টাকা,  সিম ২০-২৫ টাকা, বেগুন ১০-১৫ টাকা, শসা ৫০ টাকা, মূলা ১০-১৫ টাকা, পেয়াজ ২৫-৩০ টাকায়  বিক্রি হচ্ছে।  যা গত কয়েক সপ্তাহের মধ্য সর্বনিম্ন।

এদিকে ক্রেতাদের স্বস্তি মিললেও বিপাকে পড়েছেন চাষিরা। সবজি উঠানো ও পরিবহন খরচের সাথে দামের সমন্বয় করতে হিমশিম খাচ্ছেন তারা।

বারবাকপুরের চাষী ইব্রাহীম হোসেন বলেন, প্রথম দিকে ফুলকপিতে কিছুটা লাভের মুখ দেখলেও এখন আর লাভ তো দূরের কথা শ্রমিক দিয়ে উঠানো খরচ ও থাকছে না।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাঁচামালের সরবরাহ বেশি থাকলে স্বাভাবিক ভাবেই দাম কমে যায়। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে বলেও জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবার ঝিকরগাছায় সবজির বাম্পার ফলন হয়েছে। সঠিক সময় বিবেচনায় সবজি চাষ করলে অধিক লাভ করা সম্ভব বলেও জানান তিনি।

This post has already been read 4243 times!

Check Also

ধামরাই উপজেলায় সাপ্তাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে …