Wednesday , September 17 2025

বরিশালে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): ’বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন; খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই স্লোগানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বরিশালে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ।

সদরের অতিরিক্ত কৃষি অফিসার তানজিলা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নুরুল আলম, জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, ডিএইর অতিরিক্ত উপপরিচালক রেজাউল হাসান, সদরের উপজেলা কৃষি অফিসার ফাহিমা হক, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাংলাদেশ কৃষকলীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল আালম, কৃষক মো. গিয়াস উদ্দিন লিটু প্রমুখ।

সভায় ইঁদুরের ক্ষতিকর দিক এবং এদের দমন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ইঁদুর বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে, যা অর্ধকোটি মানুষের এক বছরের খাবার যোগান দেয়া সম্ভব। এছাড়া প্লেগ, জন্ডিসসহ ৬০ ধরনের রোগ ছড়ানোর পেছনে ইঁদুর দায়ী। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষকসহ ৭০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 4318 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …