Thursday , August 28 2025

ঝালকাঠির নলছিটিতে কৃষি আবহাওয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির নলছিটিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম এবং নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।

কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. অলিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো.ইলিয়াস প্রমুখ।

প্রধান অতিথি বলেন,  এখনকার কৃষি আগের মত নয়। অনেক পরিবর্তন হয়েছে। এসেছে আধুনিক ছোঁয়া। আজকাল কৃষকরা কৃষি আবহাওয়ার সাথে তালমিলিয়ে চলছেন। পাচ্ছেন সুফল।  এ ধারা অব্যাহত রাখতে হবে। তবেই ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হবো। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

সেমিনারে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বরিশাল, পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কাজে স্বীকৃতিসরূপ ৫ জন কৃষককের পুরস্কৃত করা হয়।  তারা হলেন: মো. লাল চান, মাহমুদা বেগম, মো. সাখাওয়াত হোসেন, আব্দুর রহমান ও মো. নজরুল ইসলাম । এদের প্রথম দুইজন জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগে প্রধান অতিথি পূর্ব দপদপিয়া গ্রামে ভার্মিকম্পোস্ট, ড্রাগন ও পেয়ারা বাগান পরিদর্শন করেন।

This post has already been read 5195 times!

Check Also

সিরাজগঞ্জে উন্নত আউশ ধানের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত …