Tuesday , September 16 2025

বরিশালের মুলাদীতে মাটি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালের মুলাদীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও  সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা কৃষি অফিসে এসআরডিআই’র উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) সদরদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মো.আরিফুর রহমান,  মো. মিজান হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মাটির স্বাস্থ্য ধরে রাখার পূর্বশর্ত হচ্ছে  জমিতে পরিমিত  সার ব্যবহার। এজন্য মাটির নমুনা পরীক্ষা করা জরুরি। সরকারিভাবে সুলভমুল্যে এ ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে কৃষকভাইদের সচেতন করতে হবে। তাহলেই মাটির উর্বরতা বজায় থাকবে।  জমিতে উৎপাদিত হবে আশানুরূপ ফলন।

অনুষ্ঠান শেষে ফসলি জমিতে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়। এতে জাতীয় পর্যায়ে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে কৃষক সেবা প্রদান কার্যক্রমের আওতাধীন ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 4523 times!

Check Also

পাবনা’র বেড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ …