Thursday , August 28 2025

ডিএই বরিশাল’র অতিরিক্ত পরিচালকের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের  পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে ডিএই’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ।

পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়ালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, পিরোজপুরের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার, সাবেক উপপরিচালক আব্দুল অদুদ খান, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. অলিউল আলম, আাঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ভোলার অতিরিক্ত উপপরিচালক এস. এম. মিজান মাহমুদ, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, দুমকির উপজেলা মেহের মালিকা, কৃষি অফিসার পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, বানারীপাড়ার কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল আমিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আবুল বাসার প্রমুখ।

দীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য বক্তারা বিদায়ী অতিথিকে ভূঁয়শী প্রশংসা করেন। মো. তাওফিকুল আলম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে সদ্য পদোন্নতি পেয়েছেন। বিদায়ী অনুষ্ঠানের আগে আউশ উৎপাদন বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছর বরিশাল অঞ্চলে আউশের আবাদ হয়েছিল ১ লাখ ৯৭ হাজার হেক্টর। চলতি মৌসুমে এর লক্ষ্যমাত্রা ২ লাখ ৩৫ হাজার হেক্টর।

This post has already been read 3990 times!

Check Also

সিরাজগঞ্জে উন্নত আউশ ধানের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত …