Tuesday , September 16 2025

খন্দকার মাহবুবুল হক মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন  বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক । এর আগে তিনি উক্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব কর্মরত ছিলেন। বুধবার (২৯  ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (স্মারক নং ৩৩.০০.০০০০.১২৬.১৯.০০১.১৮-৫৫০) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফছা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

This post has already been read 6346 times!

Check Also

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর …