Tuesday , September 16 2025

ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা ডিএলএস -এর নতুন ডিজি

ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা কে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (৩১ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (নং ৩৩.০০.০০০০.১১৭.১৯.০০১.১৪.৪৪৩) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার যুগ্মসচিব হামিদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

This post has already been read 5997 times!

Check Also

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর …