Thursday , September 18 2025

পটুয়াখালীর গলাচিপায় কৃষকের মাঝে দশটি  কম্বাইন হারভেস্টার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালীর গলাচিপায় কৃষকের মাঝে দশটি  কম্বাইন হারভেস্টার, দু’টি পাওয়ার থ্রেসার এবং একটি রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়। ২৯ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন।

উপজেলা নির্বাহি অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান, গলাচিপার প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান মিলন প্রমুখ।

প্রধান অতিথি বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। যার ফলশ্রুতিতে সার ও কৃষিযন্ত্রের ভর্তুকি অব্যাহত আছে।  ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

This post has already been read 4863 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …