Thursday , September 18 2025

জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে -খাদ্যমন্ত্রী

নওগাঁ (সাপাহার) : সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার বলেছেন,

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছে এখানকার মৎসজীবীগণ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারাবছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ  আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্য মন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

This post has already been read 5007 times!

Check Also

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইন করে মাছের অভয়ারণ্য সংরক্ষণ জরুরী – মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

সিকৃবি সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, বাংলাদেশের মৎস্য খাত …