Thursday , May 1 2025

ওয়াপসা-বিবি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শাহ ফাহাদ হাবিবকে ফুলেল শুভেচ্ছা

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্লানেট গ্রুপ –এর পরিচালক শাহ ফাহাদ হাবিব ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার (WPSA-BB) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানির কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (২৭ জুন) প্লানেট এগ্রো লিমিটেড –এর পরিচালক মোসলেহ উদ্দিন এর নেতৃত্ব কর্মকর্তাবৃন্দ জনাব শাহ ফাহাদ হাবিবকে ফুলের তোড়া উপহারের মাধ্যমে উক্ত শুভেচ্ছা প্রদান করেন। এ সময় তিনি দেশের পোলট্রি সেক্টরকে এগিয়ে নিতে কোম্পানির কর্মকর্তাবৃন্দ ওয়াপসা-বিবি’র সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

This post has already been read 4448 times!

Check Also

বাংলাদেশে পেট ভ্যাকসিনের নতুন দিগন্ত: এ সি আই লিমিটেড ও বিওভেটার চুক্তি

এগ্রিনিউজ২৪.কম: বাংলাদেশে প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ সি আই লিমিটেড এবং …