Tuesday , August 5 2025

পাবনায় ২দিনব্যাপী প্রশিক্ষণ কৃষক

আশিষ তরফদার (পাবনা) : পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ/২০২০-২১ মৌসুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন  প্রকল্পের আওতায় ২ দিনের  (৮-৯ মে) কৃষক প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, উপপরিচালক এর কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার  কৃষিবিদ মো: লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.আব্দুল কাদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষিই হচ্ছে কৃষ্টি। কৃষির কৃষ্টি কালচার বলতে শুধু কৃষিকেই বুঝে থাকি আসলে এটা ঠিক নয় কৃষি হচ্ছে ফামিং সিস্টেম ।

দুই দিন ব্যাপী প্রশিক্ষণের মূল বিষয় ছিল  প্রকল্প পরিচিতি ,লক্ষ্য ও উদ্দেশ্য ফলাফল এবং বিশেষ গুণাগুণ সম্পন্ন আউশ ও আমন ধানের আধুনিক উৎপাদন প্রযুক্তি, নিরাপদ উচ্চ মুল্য ফসল উৎপাদন প্রযুক্তি, হাইব্রিড ভুট্টার আধুনিক উৎপাদন প্রযুক্তি, ঘন ও মাচা পদ্ধতিতে ব্লাক বেরি বা কালো তরমুজ প্রযুক্তি, পুষ্টি চাহিদা পূরণে নতুন প্রযুক্তি দ্বারা ফলবাগান (কলা,পেয়ারা,আম,পেপে,শরীফা) স্থাপন,টপ ওয়ার্কিং এর মাধ্যমে জাত উন্নয়ন ও পুরাতন ফলবাগান পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি প্রযুক্তি, বসত বাড়িতে শাক-সবজি চাষ প্রযুক্তি, গ্রীষ্মকালীন পেঁয়াজ,মরিচ,ও হলুদের আধুনিক চাষাবাদ প্রযুক্তি, লাক্ষা চাষ পদ্ধতি/ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি, সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, একই দপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার  কৃষিবিদ মো: লোকমান হোসেন, হর্টিকালচার সেন্টার টেবুনিয়া পাবনার উপ পরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক হোসেন, পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ পরিচালক কৃষিবিদ মো: সামছুল আলম ,পাবনার সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. রবিউল আলম  ।

উক্ত প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক/কষাণী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে রেজিষ্ট্রেশন ও সার্বিক সহযোগিতা করেন মো: আমান উল্লাহ।

This post has already been read 5521 times!

Check Also

পাবনায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনালেবু-১ এর চারা বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী, পাবনায় …