Friday , August 1 2025

বরিশালের হিজলায় কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের হিজলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চুয়াল) প্রধান অতিথি ছিলেন পংকজ নাথ এমপি।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি চলমান আছে। এর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পৌঁছে যাচ্ছে কৃষকের দোরগোড়ায়। উৎপাদন ব্যয় কমানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণের ওপর রয়েছে সরকার সর্বোচ্চ গুরুত্ব।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান  মো. আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুশান্ত দাস, উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. খালেদীন আনাম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. নাসির উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ মেলায় ১১ টি স্টল স্থান পায়। মেলায় আগত দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিনার সৃষ্টি হয়।

This post has already been read 4675 times!

Check Also

বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ নিয়ে বরিশালে কর্মশালা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান …