Thursday , May 1 2025

নিশীথ কুমার মন্ডল আর নেই!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের পোলট্রি ফিস সেক্টরে অত্যন্ত সুপরিচিত প্রিয় মুখ সবার প্রিয় নিশীথ কুমার মন্ডল রাজধানীর Evercare Hospital (এ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছেন।

নিশীথ কুমার গত ১৫ জুলাই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। টানা ৩৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মাত্র ৩৬ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে গেলেন

নিশীথ কুমার মন্ডল একজন পুষ্টিবিদ হিসেবে বে এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., আগাতা ফিড লি., লায়ন ফিডস্ লি. সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

হৃদয়বান সদা হাস্যোজ্জল একজন মানুষটির অকাল প্রয়ানে দেশের পোলট্রি ফিস সেক্টরে শোকের ছায়া নেমে এসেছে।

This post has already been read 5298 times!

Check Also

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম …