Wednesday , August 6 2025

খাদ্য সংকট অগ্রিম মোকাবেলায় রাঙ্গাবালীতে সবজি বীজ হস্তান্তর

রাঙ্গাবালীর উপজেলা কৃষি অফিসারের কাছে ৩ হাজার প্যাকেট সবজি বীজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান মহিব।

নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান মহিব শনিবার (১৬ মে) রাঙ্গাবালীর উপজেলা কৃষি অফিসারের কাছে ৩ হাজার প্যাকেট সবজি বীজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, করোনা পরবর্তী খাদ্য সংকট যেন না হয়, সে জন্যই এসব বীজ বিনামূল্যে বিতরণের উদ্দেশ্য। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙ্গিনাসহ আবাদযোগ্য প্রতিখন্ড জমি আবাদের আওতায় আনা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মৎস্য অফিসার জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান মজুমদার, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জুয়েল প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রতিইঞ্চি জমির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষে ইতোমধ্যেই কৃষি বিভাগের নিজস¦ উদ্যোগে ৩ শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এবার উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয়কৃত এসব সবজির বীজ চাষিপরিবারের মাঝে প্রদান করা হবে।

This post has already been read 4010 times!

Check Also

পাবনায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনালেবু-১ এর চারা বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী, পাবনায় …