Sunday , August 3 2025

ঝালকাঠি সদরে বিনামূল্যে সবজির বীজ বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে বিনামূল্যে কৃষকের মাঝে সবজির বীজ বিতরণ অব্যাহত আছে। এর অংশ হিসেবে ২৯ এপ্রিল উপজেলার বাসন্ডা ও বিনয়কাঠিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঝিদের হাতে এ উপকরণ তুলে দেয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. ফজলুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার  মো. রিফাত শিকদার, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি  মানিক রায় প্রমুখ ।

কর্মসূচির আওতায় ৪০০ কৃষক এ সুবিধা পাবেন। আর এগুলো তাদের বাড়িতে গিয়ে সরবরাহ করা হবে।এসব বীজের মধ্যে ঢেঁড়শ, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, শশা ও ঝিংগা উল্লেখযোগ্য।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার এবং আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষেই এ আয়োজন। এর মাধ্যমে উৎসাহিত হয়ে প্রতিটি কৃষকের পতিত জমি চাষের আওতায় আসবে।

This post has already been read 5253 times!

Check Also

বরিশালের জন্য উপযোগী বিনার জাত নিয়ে কর্মশালা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, ঝালকাঠি ও বরগুনার জন্য উপযোগী বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ এবং …