Saturday , August 16 2025

হোচটে হোচটে বিধ্বস্ত বিরামপুর ও জয়পুরহাটের পোলট্রি খামারীরা

প্রতীকি ছবি।

গোলাম মুর্তূজা হোসেন: একের পর এক হোচটে বিধ্বস্ত হয়ে পড়েছেন বিরামপুর ও জয়পুরহাটের পোলট্রি খামারীরা। লাগামহীন রানীক্ষেত ও গামবোরো রোগের কারনেই এমনিতেই ব্যবসায় বারবার লোকসান, তার মধ্যেই করোনা ভাইরাস এর গুজবে বাজারে বেহাল দশায় লাফি লাফি কমে যাচ্ছে পোলট্রি বাজার।  যার ফলে খরচ এর দুই ভাগ টাকাও তুলে পারছেনা খামারীরা।

উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর এর খামারী বাবুল হোসেন জানায়, তার রেডি ১৫০০ সোনালী মুরগীর রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৭০০ পিছ মুরগী মারা গেছে। ফলে তার খরচ তো দূরে কথা আসল এর দুইভাগ টাকা তুলতে পারছে না।

জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার হাব্বিব ভাই জানায় তার দুই সেই লস হওয়ায় পরও বাজার ভালো সম্ভাবনা দেখে মাল তুলে বিপাকে পড়েন। গুজবে মুরগী মানুষ কম কেনায় পাইকারি দাম কম পাচ্ছেন। ফলে মূলধন নিয়ে রয়েছেন তিনি দূঃচিন্তায়।

এদিকে হিলি হাকিমপুর দিনাজপুর প্রাণিসম্পদ অফিসে গিয়ে দেখা যায়, হাসপাতালে অনেক খামারি এসেছেন তার খামারের মুরগী চিকিৎসা নিতে এবং জানা যায় এভাবে পরিস্থিতি চলতে থাকলে খামারীর সব কিছুই হারাতে হবে।

This post has already been read 5569 times!

Check Also

ফিডের খরচে জর্জরিত পোলট্রি শিল্প: নীতিগত দ্বিধায় ভারত সরকার

মো. খোরশেদ আলম জুয়েল: বাংলাদেশের মতো চরম সংকটময় সময় অতিবাহিত করছে ভারতের পোলট্রি শিল্প। বিশেষ …