Saturday , September 13 2025

Kerry এর আমন্ত্রণে আরিফস্ কর্মকর্তাদের IPPE-2020 এ অংশগ্রহণ

আয়ারল্যান্ড এর মাল্টিন্যাশনাল কোম্পানী Kerry Food Ingredients & Flavours Ltd -এর আমন্ত্রনে আরিফস্ বাংলাদেশের কর্মকর্তাগন আমেরিকার আটলান্টায় IPPE-2020 এ অংশগ্রহণ করেন। Kerry এর IPPE-2020 বুথে Mr. Mike Woulfe (V.P Enzymes) এর সাথে আরিফস্ এর কর্মকর্তাদের Enzymes বাজারজাতকরনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য যে, আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড Unique Enzymes Solutions (AGal-Pro280P) বাংলাদেশে দীর্ঘদিন যাবত বাজারজাত করে আসছে। Unique Enzymes Solutions (AGal-Pro280P) হচ্ছে Alpha Galactosidase & 4 NSP Relevant Enzymes Activities- Alpha Galactosidase একমাত্র USDA & EU Approved Enzyme যা Plant Proteins এর এন্ট্রি-নিউট্রেশনাল ফ্যাক্টরকে ভেঙ্গে এনার্জিতে রুপান্তরিত করে।

– সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 4627 times!

Check Also

BASAVA’র আয়োজনে রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য ও রোগ নির্ণয়ে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)-এর আয়োজনে এবং নাভানা ফার্মার পৃষ্ঠপোষকতায় আজ শনিবার …