Saturday , September 13 2025

কমলার ফেলে দেওয়া খোসার রয়েছে নানান গুনাগুন

কমলার ফেলে দেওয়া খোসার ও রয়েছে নানান গুনাগুন

কামলার খোসা হজমের সমস্যা ও পেটের অস্বস্তি দূর করে।
ক্ষুধামন্দা দূর করে।
বমি বমি ভাব দূর করতে এর জুরি নাই।
 দাঁত সাদা করে
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

কাজেই প্রতিদিন সকালে ১ চা চামচ পরিমান মধুর সাথে খেতে পারেন অথবা ফ্রুটস সালাদে যোগ করতে পারেন এই খোসা। এমনকি চায়ের সাথেও যোগ করে নিতে পারেই কমলার খোসা।

  • পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা।

This post has already been read 5364 times!

Check Also

খাদ্য ব্যবস্থায় ন্যায্যতা ও পুষ্টির জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ – খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত UN Food System Summit (UNFSS+4)-এর একটি সাইড ইভেন্টে …