Thursday , May 1 2025

শুক্রবার থেকে রাজধানীতে ৩ দিনব্যাপী জাতীয় সবজি মেলা শুরু

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আগামী ৩-৫ জানুয়ারি (শুক্র-রবিবার) তারিখ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে জাতীয় সবজি মেলা ২০২০ এর আয়োজন করা হয়েছে। ০৩ জানুয়ারি ‍শুক্রবার বিকাল ৩:৩০ টায়  কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক এমপি  প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ এর উদ্বোধন করবেন।

মেলা উপলক্ষ্যে বিকাল ৩:০০ টায় বিএআরসি চত্বর হতে বিজয় সরণি মোড় পর্যন্ত মানব উদ্দীপন বন্ধন ও পরে কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি চাষ’ প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান ও  কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

This post has already been read 4863 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …