Wednesday , September 17 2025

পাবনা কৃষি তথ্য সার্ভিসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

আজ ১৫ আগস্ট এক ভাব-গম্ভীর পরিবেশে পাবনার সকল সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান এবং বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,শোক র‌্যালী, আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস তাদের লোকবল নিয়ে এ সকল কর্মসূচী যথাযথ ভাবে পালন করেন। পরে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী মিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনার্থে মহান নেতার জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শনের ওপর এক আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মো. এমদাদুল হক, মো. জুলফিকার আলী ও আশিষ তরফদার। অডিও ভিস্যুয়াল ইউনিট অপারেটর যাথাক্রমে মো. আব্দুর রহমান, সেলিম হোসেন, প্রকল্পের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা এবং অফিস সহায়ক মো. শাহিদুল ইসলাম, মিল্টন আহম্মেদ ও জান্নাত হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রাক্তন কর্মকর্তা এটিএম ফজলুল করিম।

This post has already been read 4674 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …