Thursday , May 1 2025

এখন দরকার পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): দেশে খাবারের কোনো অভাব নেই। এখন দরকার পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণ। আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। এগুলো কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে পৌঁছতে হবে। সোমবার (২৯ এপ্রিল) বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশিক্ষণ উইং’র পরিচালক কিংকর চন্দ্র দাস এসব কথা বলেন।

ডিএই; বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা এবং রহমতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস।

ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরিয়তপুরের উপপরিচালক মো. রিফাতুল হোসাইন, হর্টিকালচার সেন্টার; ফরিদপুরের উপপরিচালক মো. শহীদুল্লাহ, প্রকল্প পরিচালক ড. মো. শাহিনুল ইসলাম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম প্রমুখ।

This post has already been read 3681 times!

Check Also

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম …