Tuesday , September 16 2025

সুন্দরবনে ঝড়ে কার্গো ডুবিতে ৩ নিরাপত্তারক্ষী নিখোঁজ

ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনাসহ দক্ষিণাঞ্চলে দিয়ে বয়ে যাওয়ার হঠাৎ ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের পশুর নদীতে এম.ভি হারদ্দা’ নামে সার বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় তিনজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রাত ৮টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় টিএসপি সারবোঝাই একটি কার্গো ডুবে যায়। এ সময় কার্গো থেকে পাঁচজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের রেডিও অপারেটর সৈয়দ আহম্মেদ আরো জানান, পশুর চ্যানেলের বেসক্রিক-৫ এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ এম.ভি এস স্কোপোস’র পাশে সার বোঝাই করে অবস্থান করছিলো ‘এম.ভি হারদ্দা’ নামে বার্জ। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। পরে সেখান থেকে বার্জে থাকা অন্যরা সাঁতরিয়ে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠে আশ্রয় নিলেও একজন নাবিক নিখোঁজ থাকেন বলে জানান তিনি। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

This post has already been read 4542 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …