Friday , September 19 2025

সিকৃবি’র নতুন প্রক্টর ড. সোহেল মিয়া

তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ড. সোহেল মিয়া। তিনি মাৎস্য বিজ্ঞান অনুষদের মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক।
বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর ড. সোহেল মিয়া বলেন, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ড. সোহেল মিয়া ১৯৮১ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব মালেয়শিয়া ট্যারেঙ্গানু থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং তাঁর বিভিন্ন গবেষণার মাধ্যমে মৎস্য জীববৈচিত্র, মৎস্য পুষ্টি ও গুরুত্বপূর্ণ স্বাদু পানির মাছের জীবনতত্ত্ব ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

This post has already been read 5905 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …