Wednesday , May 21 2025

সিকৃবি’তে জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

তাজুল ইসলাম (সিকৃবি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীববিজ্ঞান উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন, সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ডিন কাউন্সিল -এর আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, ও সিকৃবি’র ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর –এর পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
এবার সিলেট আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব-২০১৯ এ তিনটি ক্যাটাগরি, অর্থাৎ জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম শ্রেণী বা সমমান), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণী বা সমমান) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণী বা সমমান) ৫২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করে প্রধান অতিথী বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ডা. সৌমিত্র চক্রবর্তীসহ আরো অনেকে।
উল্লেখ্য, সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) যৌথ আয়োজনে সারাদেশে আঞ্চলিক উৎসব শেষ হবে ১৬ মার্চ। তিনটি ক্যাটাগরিতে ৫ম জীববিজ্ঞান অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আগামী ২২ মার্চ (শুক্রবার) সারাদিনব্যাপী।

This post has already been read 6339 times!

Check Also

বাকৃবিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পরিচালিত ‘ব্রহ্মপুত্র নদে মাইক্রোপ্লাস্টিক দূষণ: …