Thursday , September 18 2025

বাসাইলে শিয়ালের মাংস দিয়ে চড়ূইভাতি!

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল):
শিয়াল মেরে ব্যতিক্রমী চড়ূইভাতির আয়োজন করে আলোচনায় এসেছে টাঙ্গাইলের বাসাইলের একদল যুবক। শিয়াল জবাই করে শিয়ালের মাংস দিয়ে নিজেরাই রান্না করে আয়োজন করে আলোচিত ওই চড়ূইভাতির। গত ২ ডিসেম্বর, শনিবার রাত ৮টার দিকে এ চড়ুইভাতির আয়োজন করা হয়।

জানা যায়, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের কয়েকজন যুবক দুপুরের দিকে দৌড়িয়ে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেয়ে নাকি শরীরের ব্যাথাসহ কয়েকটি রোগ ভালো হয়। এমন ধারণা থেকেই কয়েকজন যুবক শিয়ালটিকে জবাই করে খাওয়ার আয়োজন করে। শিয়ালের মাংস খাওয়ায় ৫০টাকা করে চাঁদা তোলা হয়। শিয়ালটি রান্না করা হয় স্থানীয় বারেক আলির বাড়িতে।

আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫/৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি শিয়ালের মাংসের খাবারে অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, দুপুরে শিয়ালটি ধরা হয়। মুরুব্বিরা বললো, শিয়াশের মাংস খেয়ে নাকি শরীরের ব্যাথা ভালো হয়। তাই আমরা ২৫/৩০ জনে নিজেদের মধ্যে কিছু টাকা চাঁদা তোলে এটি রান্না করে খেয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি।’

বাসাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরুল ইসলাম খান বলেন, ‘বন্যপ্রাণী আটক করা বা খাওয়া অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

This post has already been read 8400 times!

Check Also

ডেইরি উন্নয়ন বোর্ড গঠন, সেপ্টেম্বর থেকে আইন কার্যকর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দুধ শিল্পের টেকসই উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সরকার ডেইরি …