Thursday , May 1 2025

ত্রাণ নিয়ে দুর্গম চরে পবিপ্রবির শিক্ষার্থীরা

fbমো মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি:

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ”

দেশের বন্যার্ত মানুষদের পাশে মানবতার টানে পাশে দাড়িয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

বন্যাকবলিত এলাকার মানুষদের অসহায়ত্ব দেখে ক্যাম্পাসের হলে চুপ করে বসে থাকতে পারি নাই,  নেমে পড়ি মাঠে ..বলেন এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৬ ষ্ঠ সেমিস্টারের ছাত্র মোহাম্মদ সামছুল আরেফিন।

তিনি আরো বলেন. “আমরা আমার ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খুলি, তারপর ক্যাম্পাস এর শিক্ষক, বড় ভাই, ছোট ভাই, সহপাঠী, কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করি, ফেসবুকে প্রচারনায় কিছু কিছু সাবেক শিক্ষার্থীরাও বিকাশে সহায়তা করেন.আমরা আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী স্কুল, কলেজ, বরিশালের বিভিন্ন কলেজে গিয়ে আমরা সাহায্য তুলেছি. সাধারন মানুষ আমাদের অনেক সহযোগিতা করেছেন.সবশেষে আমরা আল্লাহর রহমতে অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দিই।

কুড়িগ্রামের চর সিজাইধরে বন্যাকবলিত প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে কাপড়,  নগদ অর্থ, প্রয়োজনীয় মেডিসিন (স্যালাইন, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজল, প্যারাসিটামল, ইত্যাদি) প্রদান করে বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

This post has already been read 5279 times!

Check Also

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম …