Monday , September 22 2025

প্রফেসর ড. আবদুল মুকিতের মৃত্যুতে সিকৃবি ভিসির শোক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুল মুকিতের আকস্মিক মৃত্যুতে (৬০ বছর) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ।

এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, সদা হাস্যোজ্জ্বল, নম্র, ভদ্র, সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও গবেষণামুখী শিক্ষক ছিলেন ড. আবদুল মুকিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকান্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক প্রয়াণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এক গুণী ও মেধাবী শিক্ষাবিদ ও গবেষককে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, চমৎকার শিক্ষা জীবনের অধিকারী ড. মুকিত জীবনের শেষ দিন পর্যন্ত এ দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার আকস্মিক প্রয়াণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি ১৯৬৫ সালে লক্ষীপুর জেলার লক্ষীপুর উপজেলার পাচপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, ড. আবদুল মুকিত হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮.০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

This post has already been read 42 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …