Monday , September 22 2025

ফরিদপুর অঞ্চলের বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের আয়োজনে চলমান কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের সাথে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের হল রুমে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্বে করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফ‌রিদপুর আঞ্চ‌লিক কার্যালয়ের অ‌তি‌রিক্ত প‌রিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই, খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

প্রধান অতিথি বলেন, সরকারি অর্থ ও মালামাল যথাযথ নিয়ম মেনে ব্যবহার করতে হবে। সরকারি অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যবহার করতে হবে এবং দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিআই ফরিদপুরের উপাধ্যাক্ষ, আব্দুল কাদের সরদার; রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; মাদারিপুরের উপপরিচালক, ড. রহিমা খাতুন; ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; হর্টিকালচার সেন্টার মাদিরপুরের উপপরিচালক, আশুতোষ বিশ্বাস।

সভায় ফরিদপুর অঞ্চলে কর্মরত ৫০জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 41 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …