Saturday , September 20 2025
[wonderplugin_tabs id="2"]

কৃষিকাজে অংশগ্রহণ বাড়াতে বরিশালে তরুণদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষিকাজে তরুণদের আগ্রহ বাড়াতে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ আগস্ট) নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রোজোয়ান বিন হাফিজ প্রান্ত, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিকে লাভজনক করতে আধুনিকায়ন দরকার। এজন্য উন্নত ব্যবস্থাপনার পাশাপাশি যান্ত্রিকীকরণ করা চাই। এখন লাঙ্গলের পরিবর্তে স্থান পেয়েছে ট্রাক্টর-পাওয়ারটিলার। এর ফলে শ্রমিক সংকট দূর হবে। কমবে উৎপাদন খরচও। তাই কৃষিকে জাতে উঠাতে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত আরো শক্তিশালী হবে ইনশা-আল্লাহ। প্রশিক্ষণে ২৭ জন তরুণ অংশগ্রহণ করেন।

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …