Thursday , July 17 2025

সিকৃবিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক,হ্যান্ড সেনিটাইজার, ব্লিচিং পাউডার ইত্যাদি) বিতরণ করা হয়েছে।

২৩ জুন (সোমবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানদের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সিকৃবি ভিসি প্রফেসর ড.  মো. আলিমুল ইসলাম।

সুরক্ষা সামগ্রী বিতরণ শেষে করোনা ভাইরাস বিস্তার রোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুজীব বিজ্ঞানী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, করোনার বিস্তার রোধে আমাদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচষ্টা সবচেয়ে বেশি জরুরি।

তিনি আরো বলেন, করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

This post has already been read 470 times!

Check Also

বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে  ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা BAUDS Intra …