Friday 29th of March 2024
Home / আঞ্চলিক কৃষি / মুগ ডাল উৎপাদনের আধুনিক কলাকৌশল সম্পর্কে বারি’র কৃষক প্রশিক্ষণ

মুগ ডাল উৎপাদনের আধুনিক কলাকৌশল সম্পর্কে বারি’র কৃষক প্রশিক্ষণ

Published at ফেব্রুয়ারি ২৬, ২০২০

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দৌলতপুর খুলনা শাখার উদ্যোগে বিএআরআই উদ্ভাবিত মুগ ডাল উৎপাদনের আধুনিক কলাকৌশল-এর উপর দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গাজীপুর সিএমও বিভাগীয় প্রধান ড. মো. আককাছ আলী । সভাপতিত্ব করেন  খুলনা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাল গবেষণা  উপকেন্দ্রীয় গাজীপুর প্রধন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওমর আলী, ড. এম জি নিযোগী ইনস্টিটিউট অভ ওয়েষ্টান লিয়া, ড. ফারুক হোসেন কর্মচারী পরিচালক সরেজমিন গবেষণা বিভাগ গাজীপুর, মুস্তাফা কামাল মাহাদাক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা, সাগর প্রমুখ।

This post has already been read 1675 times!