Monday 29th of May 2023
Home / অন্যান্য / উৎসবমুখর পরিবেশে পবিপ্রবি’র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবি’র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Published at জুলাই ৯, ২০১৮

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): রবিবার (৮ জুলাই) উৎসবমুখর পরিবেশে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আড়ম্বরপূর্ন পরিবেশে পালন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সহকারী অধ্যাপক মো. শাহিন হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। উপ-উপাচার্য বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সম্পূর্ণ সেশনজটমুক্ত এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।”

পরে সোয়া ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

This post has already been read 1536 times!