Friday 29th of March 2024
Home / অন্যান্য / বিএফইউজে প্রতিনিধি দলের বিএফআরআই পরিদর্শন

বিএফইউজে প্রতিনিধি দলের বিএফআরআই পরিদর্শন

Published at অক্টোবর ২৯, ২০১৭

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এর প্রেসিডেন্ট জনাব মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ৬০ জনের একটি প্রতিনিধি দল শনিবার ময়মনসিংহস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর পরিদর্শন করেন।
BFRI Pic-2
পরিদর্শনে এসে প্রতিনিধিদল ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় মুক্তা চাষ, মাছের স্বাস্থ্য গবেষণাগার, ফিস মিউজিয়াম, কুচিয়ার পোনা উৎপাদন ও চাষ, বিলুপ্তপ্রায় মহাশোল মাছের প্রজনন, মেকং পাঙ্গাসের ব্রুড ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন বিএফইউজে এর প্রতিনিধিদল। পরে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে  ইনস্টিটিউটের  মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 3354 times!